Geography (PRELIMINARY FOR WBCS)
M.C.Q. Of 'Geography'
1) পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় ?
2) কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌছায় ?
3) কোন পর্বতশ্রেণী ভিন্ন ঢালে (দুই দিকের) স্বাভাবিক উদ্ভিদের বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় ?
4) এক ব্যক্তি ভারতের উপর দিয়ে আকাশ পথে যাওয়ার সময় স্বাভাবিক উদ্ভিদের নিম্নলিখিত ক্রম লক্ষ করল- চিরহরিৎ অরণ্য, সাভানা, শুষ্ক পর্ণমোচী। তার উড়ানপথ হবে-
wbcs (prelimininary)
5) অমরকন্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে এবং প্রবাহিত হয়েছে ভিন্ন দিকে (পশ্চিম এবং পূর্ব)। নদী দুটি হল -
6) শিলং মালভূমি, 'মেঘালয়' নামে পরিচিত। কোন ব্যক্তি এই নামকরণ করেছিলেন ?
7) নীচের কোন স্থানটি জেরোফাইট (Xerophytic) উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ ?
8) আদমসুমারী অনুযায়ী নীচের কোন রাজ্যটিতে জনঘনত্ব সর্বনিম্ন ?
ভূগোল wbcs
9) ক্লোরোফিল কোন ধাতু আছে ?
10) ভারতের মধ্যে নীচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন ?
Geography question and answer (preliminary for wbcs)
11) স্পিন্ডল তন্তু তৈরি হয়
12) যে পেশাকে ইচ্ছামত পরিচালনা করা যায়
13) নীচের কোন বিদেশী পরিকল্পনাকে অনুসরণ করে DVC পরিকল্পনা করা হয়েছিল ?
14) পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কী ?
15) পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয় ?
16) গত দুই বছরে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী কোন রাজ্যগুলিতে বনভুমির বৃদ্ধি ঘটেছে ?
17) নীচের কোনটি পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু
18) ভারতের যেখানে জোয়ার শক্তি (Tide Power) উৎপাদনের সর্বাধিক অনুকুল পরিবেশ রয়েছে
19) পৃথিবীতে যদি কোনো বায়ুমন্ডল না থাকে, তবে পৃথিবী হয়ে উঠত--
WBCS (Preliminary)
20) কলকাতা এবং লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে
No comments:
Post a Comment