গ্রুপ-C কর্মী নিয়োগ,মাধ্যমিক পাশ পার্থীরা আবেদন করতে পারবেন | Group C Jobs in West Bengal
গ্রুপ-C কর্মী নিয়োগ,মাধ্যমিক পাশ পার্থীরা আবেদন করতে পারবেন।
মিউনিসিপাল কাউন্সিলার অফিস তরফ থেকে জানানো হয়েছে যে বিভিন্ন পদের কর্মী নিয়োগ হবে। এই নিয়োগটা সম্পূর্ণ চুক্তি ভিত্তি হিসেবে হবে। পুরুষ ও মহিলা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।
পদের নাম - কমিউনিটি সার্ভিস প্রোভাইডার।
মোট শূন্যপদ - ১১ টি
বয়স - ০১/০১/২০২২ পার্থির বয়স হতে ২১ থেকে ৪৫ বছর পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা - সরকারী বোর্ড থেকে মাধ্যমিক পাশ / সমতুল্য কোনো ইনস্টিটিউট থেকে পাস হতে হবে।
আবেদন পদ্ধতি - এই আবেদন সম্পূর্ণ অফলাইনে করতে হবে। আবেদনপত্রটি পূরণ করে আর সঙ্গে প্রয়োজনীয় নথি যোগ করে তার সাথে গেঁথে এবং সঠিকভাবে ঠিকানার ড্রপবক্সে জমা করে দিতে হবে। একটি খামের মধ্যে ভরে মুখটি আঁঠা লাগিয়ে দিয়ে ওই খামের উপরে বড় হাতে লিখতে হবে যে "APPLICATION FOR THE POST OF ................" (যে পদের জন্য আপনি আবেদন করছেন তার নাম লিখবেন ওই ফাঁকা জায়গায়)
এরপর রেজিস্টার পোস্ট অথবা আদিনারি পোস্ট / ই-মেইলের মাধ্যমে পাঠালে ওই আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে।
আবেদনপত্রের সঙ্গে কি কি নথি পত্র দিতে হবে তা নিচে বিস্তারিত দেওয়া হল
১) বয়সের প্রমানপত্র জেরক্স ।
২) মাধ্যমিকের মার্কশিটের ও সারটিফিকেটের জেরক্স ।
৩) কাস্ট সারটিফিকেটের জেরক্স।
৪) সেল্ফ অ্যাটেস্টেড করা এবং ৫ টাকার পোস্টাল স্ট্যাম্প লাগানো দুটি এনভেলাপ খাম ।
৫) সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের কালার ফটো (৪.৫ X ৩.৫ সাইজ)
নিয়োগের স্থান - ভাটপাড়া মিউনিসিপ্যালিটি উত্তর ২৪ পরগনা জেলা
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা হল -
To,
The Chairperson
Bhatpara Municipality
1/1 West Ghosh Para Road
P.O - Kankinara
Dist. - North 24 Pargana
Pin - 743126
আবেদন করার শেষ তারিখ হল - ৩১ / ০৫ / ২০২২ বিকেল ৪ টের মধ্যে জমা করে দিতে হবে তা না হলে বাতিল হয়ে যাবে।
Official Website: - Click Here
Official Notice: