Ads

Logic 2023 | বচন | দর্শনের বচন

logic

Logic (HS Philosophy)





Logic 2023 | বচন

  1. ফুল সুগন্ধি।

  2. L.F. "I": কোনো কোনো ফুল হয় সুগন্ধি।

  3. শিশুরা সরল।

  4. L.F. "A": সকল শিশু হয় সরল ব্যক্তি।

  5. গােল চতুষ্কোণ বস্তু নেই।

  6. L.F. "E": কোনাে চতুষ্কোণ বস্তু নয় গােল ।

  7. সাদা হাতি নেই।

  8. L.F. "E" : কোনাে হাতি নয় সাদা প্রাণী।

  9. সাদা বাঘ আছে।

  10. L.F. "I": কোনাে কোনাে বাঘ হয় সাদা প্রাণী।

  11. মৎস্যকন্যা নেই।

  12. L.F. "E" : কোনো মৎস্য কন্যা নয় অস্তিত্বশীল।

  13. যেখানে ধূম সেখানেই বহ্নি ।

  14. L.F "A": সকল স্থান যেখানে ধুম থাকে হয় এমন স্থান যেখানে বহ্নি থাকে ।

  15. যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়।

  16. L.F. "A": সকল বাঘের ভয়ের ক্ষেত্র হয় সন্ধ্যা হওয়ার ক্ষেত্র।

  17. যদি কেউ মানুষ হয় তবে সে অমর নয়।

  18. L.F. "E": কোনো মানুষ নয় ওমর।

  19. সচরাচর দার্শনিকেরা উদার হন।

  20. L.F "I": কোনাে কোনাে দার্শনিক হয় উদার ব্যক্তি।

  21. কেবলমাত্র পরিশ্রমী ব্যক্তি জীবনে সফল হয়।

  22. L.F. "A": সকল ব্যক্তি যারা জীবনে সফল হয়, পরিশ্রমী ব্যক্তি।

  23. শােষকেরা কখনােই সাম্যবাদী হতে পারে না।

  24. L.F. "E": কোনাে শােষক নয় সাম্যবাদী ব্যক্তি।

  25. ধার্মিক ব্যক্তি কদাচিৎ সুখী হয় না।

  26. L.F. "I": কোনাে কোনাে ধার্মিক ব্যক্তি হয় সুখী।

  27. বেশিরভাগ তীর্থযাত্রী ধার্মিক নয় ।

  28. L.F. "O": কোনাে কোনাে তীর্থযাত্রী নয় ধার্মিক ব্যক্তি ।

  29. মানুষ কখনও দেবতা হতে পারে না ।

  30. L.F. "E": কোনাে মানুষ নয় দেবতা।

  31. শতকরা ৮০ জন ছাত্র অঙ্কে পাশ করেছে ।

  32. L.F. "I": কোনাে কোনাে ছাত্র হয় এমন ব্যক্তি যারা অঙ্কে পাশ করেছে ।

  33. ভালাে খেলােয়াড় কদাচিৎ খেলায় হারে ।

  34. L.F. "O": কোনাে কোনাে ভালাে খেলােয়াড় নয় এমন ব্যক্তি যারা খেলায় হারে ।

  35. বিজ্ঞানীরা মােটের উপর কুসংস্কার মুক্ত ।

  36. L.F. "I": কোনাে কোনাে বিজ্ঞানী হন কুসংস্কারমুক্ত ব্যক্তি।

  37. সব মানুষ গরিব নয়।

  38. L.F. "O": কোনাে কোনাে মানুষ নয় গরিব ব্যক্তি ।

  39. সব ভালাে যার শেষ ভালাে।

  40. L.F. "A": সকল বস্তু যার শেষ ভালো হয় ভালো বস্তু।

  41. যারা প্রশংসা করে তাদের সবাই বন্ধু নয়।

  42. L.F. "O": কোনো কোনো প্রশংসাকারী ব্যক্তি নয় বন্ধু।

  43. যদি কোনাে কিছু জড় হয় তাহলে তার ওজন আছে।

  44. L.F. "A": সকল জড়বস্তু হয় এমন যার ওজন আছে।

  45. যে সূর্যের দিকে মুখ করে থাকে সে তার নিজের ছায়া দেখতে পায় না।

  46. L.F. "E": কোনাে ব্যক্তি যে সূর্যের দিকে মুখ করে থাকে নয় এমন ব্যক্তি যে তার নিজের ছায়া দেখতে পায়।

  47. মিথ্যাবাদীরা কখনোই বিশ্বাসযোগ্য নয়।

  48. L.F. "E": কোনো মিথ্যাবাদী নয় বিশ্বাস যোগ্য ব্যক্তি

  49. যে আয়নার দিকে তাকায় সে তার মুখের প্রতিবিম্ব দেখতে পায়।

  50. L.F. "A": সকল ব্যক্তি যারা আয়নার দিকে তাকায় হয় এমন ব্যক্তি যারা তাদের মুখের প্রতিবিম্ব দেখতে পায়।

  51. তুমি দীর্ঘায়ু হও।

  52. L.F. "A": তোমার দীর্ঘায়ু হওয়া হয় আমার ইচ্ছা।

  53. সকলেই সাধু নয় যারা গীর্জায় যায়।

  54. L.F. "O": কোনাে কোনাে ব্যক্তি এমন যারা গীর্জায় যাওয়া ব্যক্তি নয় সাধু।

  55. চোর পালালে বুদ্ধি বাড়ে।

  56. L.F. "A": সকল ক্ষেত্রে যখন চোর পালায় হয় এমন ক্ষেত্র যখন বুদ্ধি বাড়ে।

  57. ৩ X ৩ অবশ্যই ৯ হবে ।

  58. L.F. "A" : সকল ক্ষেত্রে ৩ এবং ৩ - এর গুণফল হয় ৯ ।

  59. কোনাে জিনিস যুগপৎ সাদা এবং কালাে নয়।

  60. L.F. "E": কোনাে সাদা জিনিস নয় কালাে জিনিস।

  61. যখনই বাজেটের ঘােষণা হয় তখনই জিনিসের দাম বাড়ে।

  62. L.F. "A": সকল সময় যখন বাজেট ঘােষণা হয় সময় যখন জিনিসের দাম বাড়ে।

  63. ঈশ্বর আছেন।

  64. L.F. "A": সকল ঈশ্বর হন অস্তিত্বশীল।

  65. ভালো খেলোয়াড় কদাচিৎ খেলায় হারে।

  66. L.F. "O": কোনো কোনো ভালো খেলোয়াড় নয় এমন ব্যক্তি যারা খেলায় হারে।

  67. রেগে গেলে তার মুখ লাল হয়ে যায়।

  68. L.F. "A": সকল সময় যখন সে রেগে যায় হয় এমন সময় যখন তার মুখ লাল হয়ে যায়।

  69. গোলাকার চতুর্ভুজ নেই।

  70. L.F. "E": কোনো চতুর্ভুজ নয় গোলাকার ক্ষেত্র।

  71. যদি কোনাে প্রাণী অমেরুদণ্ডী হয় তাহলে সেই প্রাণী স্তন্যপায়ী নয়।

  72. L.F. "E": কোনাে অমেরুদণ্ডী প্রাণী নয় স্তন্যপায়ী প্রাণী।

  73. সমাজবাদী মাত্রই শান্তিবাদী।

  74. L.F. "A": সকল সমাজবাদী ব্যক্তি হয় শান্তিবাদী ব্যক্তি।

  75. মানুষ কদাচিৎ সুখী হয়।

  76. L.F. "O": কোনো কোনো মানুষ নয় সুখী ব্যক্তি।

  77. অশিক্ষিত ব্যক্তিও বুদ্ধিমান হয়।

  78. L.F. "I": কোনো কোনো অশিক্ষিত ব্যক্তি হয় বুদ্ধিমান ব্যক্তি।

  79. একমাত্র চতুষ্পদ প্রাণী ঘোড়া।

  80. L.F. "A": সকল ঘোড়া হয় চতুষ্পদ প্রাণী।

  81. চন্দ্র পৃথিবীর চারি দিকে ঘোরে।

  82. L.F. "A": চন্দ্র হয় এমন উপগ্রহ যা পৃথিবীর চারি দিকে ঘোরে।

  83. কি মনোরম দৃশ্য!

  84. L.F."A": দৃশ্যটি হয় মনোরম।

  85. চার্বাকরা জড়বাদী।

  86. L.F. "A": সকল চার্বাক হয় জড়বাদী ব্যক্তি।

  87. বাক্য মাত্রই বচন নয়।

  88. L.F. "O": কোনো কোনো বাক্য নয় বচন।

  89. খুব কম লোকই জ্ঞানী।

  90. L.F. "O": কোনো কোনো লোক নয় জ্ঞানী ব্যক্তি।

  91. খুব অল্প রাজনীতিবিদ সৎ।

  92. L.F. "O": কোনো কোনো রাজনীতিবিদ নয় সৎ ব্যক্তি

  93. অধিকাংশ রাজনীতিবিদ দরিদ্র নয়।

  94. L.F. "O": কোনো কোনো রাজনীতিবিদ নয় দরিদ্র ব্যক্তি।

  95. একটি ছাড়া সব ফুল গন্ধ যুক্ত।

  96. L.F. "I": কোনো কোনো ফুল হয় গন্ধযুক্ত বস্তু।

  97. কেবল জ্ঞানী ব্যক্তিরাই সমাজ সংস্কারক হয়।

  98. L.F. "A": সকল সমাজ সংস্কারক ব্যক্তি হয় জ্ঞানী ব্যক্তি।

  99. বিদ্যাসাগর পন্ডিত ছিলেন।

  100. L.F. "A": বিদ্যাসাগর হন এমন ব্যক্তি যিনি পন্ডিত ছিলেন।

  101. মন্ত্রীরাই কেবলমাত্র সুখী।

  102. L.F. "A": সকল মন্ত্রী হয় সুখী ব্যক্তি।

  103. জাতিভেদ প্রথা কখনো কাম্য নয়।

  104. L.F. "E": কোনো জাতিভেদ প্রথা নয় কাম্য বিষয়।

  105. ভাববাদী দার্শনিক আছে।

  106. L.F. "I": কোনো কোনো দার্শনিক হয় ভাববাদী।

  107. নিরামিষাশী বাঘ নেই।

  108. L.F. "E": কোনো বাঘ নয় নিরামিষাশী প্রাণী।

  109. চকচক করলেই সোনা হয় না।

  110. L.F. "O": কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা।

  111. মন্ত্রীরা কি সর্বশক্তিমান?

  112. L.F. "E": কোনো মন্ত্রী নন সর্বশক্তিমান।

  113. পারদ ছাড়া সব ধাতু কঠিন।

  114. L.F. "A": সকল ধাতু (পারদ ছাড়া) হয় কঠিন বস্তু।

  115. ৭ + ৫ = ১২ ।

  116. L.F. "A": সকল ক্ষেত্রে ৭ এবং ৫ - এর যােগফল হয় ১২।

  117. মূর্খ ব্যতীত আর কেউ নিজেদের মহান মনে করে না।

  118. L.F. "A": সকল ব্যক্তি যারা নিজেদের মহান মনে করে হয় মূর্খ ব্যক্তি।

  119. আমি দুর্বল নই।

  120. L.F. "A": আমি নই দুর্বল ব্যক্তি।






Logic 2023 | বচন | দর্শনের বচন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url