proposition in Philosophy || বচনের ১ নং নিয়ম || how to use logic
বাক্য থেকে বচন করার প্রথম নিয়ম কি ?
Ans:- যে সমস্ত বাক্যের সাথে সব,সকল,সমস্ত,প্রত্যেক,প্রতিটি, যে-কোনো ,যে-কেউ ,যে-সে ইত্যাদি সব্দ গুলির মধ্যে যে-কোনো একটি শব্দ থাকে এবং যদি বাক্যটি সদর্থক হয় তাহলে "A" বচনের পরিনত করতে হবে। আর যদি বাক্যটি নঞর্থক হয় তাহলে "O" বচনের পরিনত করতে হবে।
যেমন :-1) সব মানুষই অসৎ নয়।
Answer is :- L.F. "O": কোনো কোনো মানুষ নয় অসৎ।
2) সব রোগ মারাত্মক নয় ।
Answer is :- L.F. "O": কোনো কোনো রোগ নয় মারাত্মক ।
3) প্রতিটি মানুষ মরনশীল ।
Answer is :- L.F. "A": সকল মানুষ হয় মরণশীল জীব।
4)সব মানুষ যে ভুতে বিশ্বাস করে এমন নয়।
Answer is :- L.F. "O": কোনো কোনো মানুষ নয় ভুতে বিশ্বাসী।
5) প্রত্যেক ব্যক্তিই সৎ নয়।
Answer is :- L.F. "O": কোনো কোনো ব্যক্তি নয় সৎ।
6) সকল লেখক প্রগতিশীল নন।
Answer is :- L.F. "O": কোনো কোনো লেখক নন প্রগতিশীল।
7) সব বাক্য বচন নয়।
Answer is :- L.F. "O": কোনো কোনো বাক্য নয় বচন।
8) প্রত্যেক খেলোয়াড়ই দক্ষ।
Answer is :- L.F. "A": সকল খেলোয়াড় হয় দক্ষ।
9) সব সাপ বিষধর নয়।
Answer is :- L.F. "O": কোনো কোনো সাপ নয় বিষধর।
10) যে-কেউ এই কাজটি করতে পারে।
Answer is :- L.F. "A": সকল ব্যক্তি হয় এমন যারা এই কাজটি করতে পারে।
11) যে-কোনো মানুষই মরণশীল।
Answer is :- L.F. "A": সকল মানুষ হয় মরণশীল জীব।
12) সমস্ত লোক স্বার্থপর নয়।
Answer is :- L.F. "O": কোনো কোনো লোক নয় স্বার্থপর ব্যক্তি।
13) সব নেতাই দেশপ্রেমিক নয়।
Answer is :- L.F. "O": কোনো কোনো নেতা নয় দেশপ্রেমিক।
14)সব আম মিষ্টি নয়।
Answer is :- L.F. "O": কোনো কোনো আম নয় মিষ্টি ফল।
15) ধার্মিকেরা সকলেই সুখী।
Answer is :- L.F. "A": সকল ধার্মিক ব্যক্তি হয় সুখী ব্যক্তি।
16) যে-কোনো দান গ্রহণযোগ্য নয়।
Answer is :- L.F. "O": কোনো কোনো দান নয় গ্রহণযোগ্য।
17) জ্ঞানী লোক সর্বদাই সম্মান পায়।
Answer is :- L.F. "A": সকল জ্ঞানী ব্যক্তি হয় সম্মানিত ব্যক্তি।
18) এমন কোনো মুদ্রা নেই যা ধাতু দিয়ে তৈরি নয়।
Answer is :- L.F. "A": সকল মুদ্রা হয় ধাতুনির্মিত।
19) যদি কোনো দেশ স্বাধীন হয়, তবে সেই দেশ উন্নতিশীল।
Answer is :- L.F. "A": সকল স্বাধীন দেশ হয় উন্নতিশীল দেশ।
20) সব সৎ ব্যক্তি সুখী নয়।
Answer is :- L.F. "O": কোনো কোনো সৎ ব্যক্তি নয় সুখী।
Nice
Perfect