দর্শনের দ্রব্য
M.C.Q. Of 'SUBSTANCE (দ্রব্য)'
1) দ্রব্য কথাটি এসেছে
a) "ধ্রু" ধাতু থেকে
b)"দ্রু" ধাতু থেকে
c) "দ্র" ধাতু থেকে
d) কোনটিই নয়
2) বস্তু হল
a) দ্রব্য + গুন
b) দ্রব্য - গুন
c) দ্রব্য x গুন
d) কোনটিই নয়
3) "দ্রব্য হল মূর্ত গুনসমষ্টি" --- কে বলেছেন
a) লক
b) বার্কলে
c) স্পিনোজা
d) হিউম
4)"জড়দ্রব্য বলে কিছুই নেই" ---- কে বলেছেন
a) হিউম
b)বার্কলে
c) প্লেটো
d) লক
5) "দ্রব্য নেই, আছে কেবল গুনসমষ্টি" --- কে বলেছেন
a) হিউম
b) বার্কলে
c) প্লেটো
d) লক
6) দ্রব্য দেকার্তে মতে কয়টি
a) একটি
b) দুটি
c) তিনটি
d) চারটি
7) "সকলই ঈশ্বর এবং ঈশ্বরই সকল" --- মতটি কার?
a) দেকার্ত
b) লাইবনিজ
c) স্পিনোজা
d) বার্কলে
8) দ্রব্য = ঈশ্বর = প্রকৃতি
a) দেকার্ত
b) লাইবনিজ
c) বার্কলে
d) স্পিনোজা
9)"ইন্দ্রিয়জ + ধারনা = প্রত্যক্ষণ" -- এ কথা কে বলেন
a) দেকার্ত
b) কান্ট
c) লক
d) হিউম
10)পাশ্চত্য দর্শনে একজন সংশয়বাদীর নাম হল ---
a) দেকার্ত
b)কান্ট
c) লক
d) হিউম
11) "দ্রব্যকে চিদনু " -- এ কথা কে বলেন
a) দেকার্ত
b)কান্ট
c) লাইবনিজ
d)এরিস্টটল
12) মনাড বা চিৎপরমানুর অস্তিত্ব মেনেছেন
a) লাইবনিজ
b) দেকার্ত
c) কান্ট
d) লক
13)দ্রব্য হল স্থায়ী পদার্থ কে বলেছেন
a) লক
b) দেকার্ত
c) হিউম
d) এরিস্টটল
14) স্পিনোজা ঈশ্বরকে কী বলেছেন ?
a)হেতু প্রকৃতি
b) ব্যক্ত প্রকৃতি
c) উভয়ই
d) কোনোটিই নয়
15) "যা স্বনির্ভর, তাই দ্রব্য " ---- মতটি কার ?
a) দেকার্ত
b) এরিস্টটল
c) প্লেটো
d) কান্ট
16) কান্ট হলেন
a) গ্রিক দার্শনিক
b) লন্ডন দার্শনিক
c) জার্মানিক দার্শনিক
d) ভারতীয় দার্শনিক
17) "গুনগুচ্ছই দ্রব্য" ---বলেছেন
a) হিউম
b) দেকার্ত
c) লক
d) এরিস্টটল
18) হিউম মতে দ্রব্য হল
a)জড়
b) আত্মা
c) ঈশ্বর
d)গুনবিশিষ্ট
19)স্পিনোজা হলেন একজন --
a) দ্বৈতবাদী
b) অদ্বৈতবাদী
c) বহুবাদী
d) কোনটিই নয়
20) "এক মাত্র দ্রব্য হল ঈশ্বর" ---কে বলেছেন
a)দেকার্ত
b) কান্ট
c) লাইবনিজ
d) স্পিনোজা
যদি তোমাদের এগুলো ভালো লাগে তাহলে কমান্ড কর আর শেয়ার কর | তাহলে আমি আরও লিখব তোমাদের জন্য |
![]() |
দ্রব্য |
Sir thank you...
ReplyDeleteThank you sir
Delete