Argument || যুক্তি কি
Argument Short Question and Answer ( Class Xii )
M.C.Q. Of 'Argument(যুক্তি)'
1) যুক্তিকে কী কী ভাগে ভাগ করা যায় ?
Answer :-যুক্তিকে প্রধান দুটি শ্রেনিতে ভাগ করা যায় --
(১) অবরোহ যুক্তি ।
(২) আরোহ যুক্তি ।
2) অবরোহ যুক্তির দুটি বৈশিষ্ট্য লেখো ।
Answer :-অবরোহ যুক্তির দুটি বৈশিষ্ট্য হল --
(১) অবরোহ যুক্তির সিদ্ধান্তটি হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় ।
(২) অবরোহ যুক্তির সিদ্ধান্তটি কখনোই হেতুবাক্যের চেয়ে অধিক ব্যাপক হয় না ।
3) আরোহ যুক্তির দুটি বৈশিষ্ট্য লেখো ।
Answer :-আরোহ যুক্তির দুটি বৈশিষ্ট্য হল --
(১) আরোহ যুক্তির সিদ্ধান্তটি সর্বদা একাধিক হেতুবাক্যের ভিত্তিতে গঠিত হয় ।
(২) আরোহ যুক্তিতে অভিজ্ঞতার সাহায্যে হেতুবাক্যের বস্তুগত সত্যতা বিচার করা হয় ।
4) আরোহ যুক্তিটির সিদ্ধান্ত কোন বচন হয় ?
Answer :-আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদাই সার্বিক সংশ্লেষক বচন হয় ।
5) অবরোহ যুক্তি কখন বৈধ হয় ?
Answer :-অবরোহ যুক্তির সিদ্ধান্তটি যখন আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় , তখন যুক্তিটি বৈধ হয় ।
6) নিরপেক্ষ যুক্তি কাকে বলে ?
Answer :- যে অবরোহ যুক্তির হেতুবাক্য ও সিদ্ধান্তের সব অবয়বগুলিই নিরপেক্ষ বচন, তাকে নিরপেক্ষ যুক্তি বলে ।
যেমন -ন্যায় অনুমান ।
7) আরোহ যুক্তির সিদ্ধান্ত সম্ভাব্য হয় কেন ?
Answer :-কারণ , সিদ্ধান্তের বক্তব্য যুক্তিবাক্যকে অতিক্রম করে যায় ।
8) অবরোহ যুক্তির প্রসক্তি সস্বন্ধ কী ?
Answer :-অবরোহ যুক্তির হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে যে সম্বন্ধ , তা প্রসক্তি সম্বন্ধ নামে জানা যায় ।
9) নিরপেক্ষ যুক্তি কত প্রকারের হয় ?
Answer :- নিরপেক্ষ যুক্তি দু-প্রকারের হয় --
(১) মাধ্যম অবরোহ যুক্তি ।
(২) আমাধ্যম যুক্তি ।
10) "আরোহমূলক লাফ " কাকে বলে ?
Answer :-আরোহ অনুমানে সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে বিশেষ থেকে সামান্যে যাওয়ার প্রক্রিয়াকে যুক্তিবিজ্ঞানী বেইন "আরোহমূলক লাফ" বলেছেন ।
11) নিরপেক্ষ যুক্তির অবয়বগুলি কীরূপ ?
Answer :-নিরপেক্ষ যুক্তির অবয়বগুলি সবই হল নিরপেক্ষ বচন ।
12) সাপেক্ষ যুক্তির অবয়বগুলি কীরূপ ?
Answer :-নিরপেক্ষ যুক্তির অবয়বগুলি সবই হল সাপেক্ষ বচন ।
13) মাধ্যম অবরোহ যুক্তি কাকে বলে ?
Answer :-যে অবরোহ যুক্তিতে দুটি হেতুবাক্যকে সংযুক্তি করে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় , তাকে মাধ্যম অবরোহ যুক্তি বলা হয় ।
যেমন :-
(১)প্রাকল্পিক ন্যায়
(২) বৈকল্পিক ন্যায় ।
14) অমাধ্যম অবরোহ যুক্তি কাকে বলে ?
Answer :- যে অবরোহ যুক্তিতে সিদ্ধান্তটি একটিমাত্র হেতুবাক্য থেকে অর্থের পরিবর্তন না করে নিয়ম অনুসারে সরাসরি নিঃসৃত হয় , তাকে অমাধ্যম অবরোহ যুক্তি বলে ।
যেমন -
(১) আবর্তন ।
(২) বিবর্তন ।
15) আকারনিষ্ট অবরোহ অনুমান কাকে বলে ?
Answer :-যে বৈধ অবরোহ অনুমানে ভাষাগত অর্থের পরিবর্তে যুক্তিনিষ্ঠ আকারকে গুরুত্ব দেওয়া হয় , তাকে আকারনিষ্ট অবরোহ অনুমান বলা হয় ।
16) আকার-নিরপেক্ষ অবরোহ অনুমান কাকে বলে ?
Answer :-যে অবরোহ অনুমানের বৈধতা আকারের পরিবর্তে ভাষাগত অর্থের উপর নির্ভর করে , তাকে আকার-নিরপেক্ষ অবরোহ অনুমান বলা হয় ।
17) বাক্যনির্ভর অবরোহ অনুমান কাকে বলে ?
Answer :-যে অবরোহ অনুমানে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে সম্পর্কটি কিছু বাক্য বা অঙ্গবাক্যনির্ভর হয় , তাকে বাক্যনির্ভর অবরোহ অনুমান বলা হয় ।
18) একটি বাক্যনির্ভর অবরোহ অনুমানের উদাহরণ দাও ।
Answer :-বাদুড় উড়তে পারে , কিন্তু ডিম পাড়ে না ।
কাক উড়তে পারে , কিন্তু ডিম পাড়ে ।
. . . বাদুড় নয় কাক ।
19) পদনির্ভর অবরোহ অনুমান কাকে বলে ?
Answer :-যে অবরোহ অনুমানে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে সম্পর্কটি যুক্তিবাক্য ও সিদ্ধান্তবাক্যের অন্তর্গত কিছু পদনির্ভর হয় , তাকে পদনির্ভর অবরোহ অনুমান বলা হয় ।
20) একটি পদনির্ভর অবরোহ অনুমানের উদাহরণ দাও ।
Answer :-সকল শিক্ষক হন শিক্ষিত
রামবাবু হন শিক্ষক
. . . রামবাবু হন শিক্ষিত ।