Ads

অনুপাতের অঙ্ক | Ratio Mathematics

Ratio Mathematics

অনুপাতের অঙ্ক | Ratio (Mathematics)





M.C.Q. Of 'Ratio'

1) রাম ও রমেশ মোট ওজন 120 কেজি। রামের ওজন রমেশের ওজনের থেকে 30 কেজি বেশি। রমেশ ও রামের ওজনের অনুপাত কত?





2) 33630 টাকা A,B,C -এর মধ্যে এমনভাবে ভাগ করা হল A ও B -এর ভাগের অনুপাত 3:7 এবং B ও C -এর ভাগের অনুপাত 6:5 হয়। B কত টাকা পাবে?





3) তিনটি ধনাত্নক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5 , দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:6, প্রথম ও তৃতীয় গুনফল 2400 হলে সংখ্যা তিনটি কী কী?





4) 2430 টাকা X,Y ও Z -এর মধ্যে এমনভাবে ভাগ করা হল যাতে তাদের প্রান্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা , 10 টাকা , 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত 3:4:5 হয়। X কত টাকা পাবে।





5) P এবং Q -এর মধ্যে কিছু অর্থ 3 12: 5 12 অনুপাতে ভাগ করা হল। যদি P , Q -এর থেকে 180 টাকা কম পায়, তবে Q কত টাকা পেল?





6) কিছু টাকা A,B,C -এর মধ্যে এমনভাবে ভাগ করা হল , যাতে A, B-এর দ্বিগুন টাকা এবং B, C -এর 4 গুন টাকা পায়। তাদের অংশের অনুপাত কত?





7) এক ব্যক্তি 8600 টাকা 5 পুত্র, 4 কন্যা এবং 2 ভ্রাতুষ্পুত্র মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা, প্রতি ভ্রাতুষ্পুত্রের 4 গুন টাকা এবং প্রতি পুত্র, প্রতি ভ্রাতুষ্পুত্রের 5 গুন টাকা পায়। প্রতি কন্যা কত টাকা পেল?





8) কিছু অর্থ P,Q,R -এর মধ্যে 6:19:7 অনুপাতে ভাগ করা হল। Q, R-এর থেকে 200 টাকা নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়ায় 3:10:3। মোট অর্থ কত?





9) A ও B -এর অনুপাত 2:1। A, B -কে 2 টাকা দিয়ে দিলে তাদের অর্থের অনুপাত হয় 1:1 । তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত?





10) তিনটি সংখ্যার অনুপাত 5:7:9 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি। সংখ্যা তিনটির যোগফল কত?





11) তিন ব্যক্তি বয়সের সমষ্টি 171 বছর। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6 । শেষ ব্যক্তির বর্তমান বয়স কত?





12) কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ A,B,C -এর মধ্যে এমনভাবে ভাগ করা হল , যাতে A -এর 1 টাকার জন্য B ও C যথাক্রমে 25 পয়সা ও 20 পয়সা পায়। B -এর অর্থ 50 টাকা হলে মোট অর্থ কত?






যদি তোমাদের এগুলো ভালো লাগে তাহলে কোমান্ড কর আর শেয়ার কর। তাহলে আমি আরও লিখব তোমাদের জন্য ।


ধন্যবাদ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url