Ads

ABTA Test Paper 2023 FOR SAQ (HS Philosophy)

ABTA Test Paper 2023

ABTA Test Paper 2023 FOR SAQ (HS Philosophy)

SAQ Of 'ABTA Test Paper 2023'

(i) যুক্তির বৈধতা বলতে কী বোঝো?

উত্তর:- যুক্তির বৈধতা বলতে বোঝায় আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তের অনিবার্য ভাবে নিঃসৃত হয় তাকে যুক্তির বৈধতা বলা হয়।


সিদ্ধান্ত বলতে কী বোঝো?

উত্তর:- সিদ্ধান্ত বলতে বোঝায় যে কোনো যুক্তিতে হেতুবাক্যের সাহায্যে যে বাক্যকে প্রমান বা প্রতিষ্ঠা করা হয় তাকে সিদ্ধান্ত বলা হয়।


(ii) বিবর্তনের বৈধতার গুন সংক্রান্ত নিয়মটি কী?

উত্তর:- বিবর্তনের বৈধতার গুন হল আশ্রয়বাক্য় ও সিদ্ধান্তের গুন ভিন্ন হবে অর্থাৎ আশ্রয়বাক্য় সদর্থক হলে সিদ্ধান্ত নঞর্থক হবে, আবার আশ্রয়বাক্য় নঞর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে এই হল বিবর্তনের নিয়ম।


(iii) প্রাকল্পিক ন্যায়ের Modus Poneus (M.P) আকারের একটি দৃষ্টান্ত দাও

উত্তর:- প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ
যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভেজে
বৃষ্টি হয়েছে,
... মাটি ভিজেছে


বিসংবাদী বিকল্প বলতে কি বোঝো?

উত্তর:- বিসংবাদী বিকল্প বলতে বোঝায় যে , যখন কোন বৈকল্পিক বচনে বিকল্প দুটি পরস্পর বিরুদ্ধ হয়, অর্থাৎ একসঙ্গে সত্য হওয়ার সম্ভবনা থাকে না । একটি বিকল্প সত্য হলে অপরটি মিথ্যা হবে আবার একটি বিকল্প মিথ্যা হলে অপরটি সত্য হবে তখন তা হল বিসংবাদী বিকল্প বলে ।
যেমন - রাম জীবিত অথবা মৃত ।


(iv) একটি বৈকল্পিক বচনের নিষেধ কি বচন হয়?

উত্তর:- একটি বৈকল্পিক বচনের নিষেধ হয় সংযৌগিক বচন


নিবেশন দৃষ্টান্ত কাকে বলে?

উত্তর:- একটি বচনাকার থেকে প্রাপ্ত এক বা একাধিক বচনকে বলা হয় ঐ আকারের নিবেশন দৃষ্টান্ত।


(v) p⊃~p বচনাকারটি কখন মিথ্যা হবে ?

উত্তর:- p -এর সত্য হলে p⊃~p বচনাকারটি মিথ্যা হবে।


(vi) মিল কিভাবে কারনের লক্ষণ দিয়েছেন?

উত্তর:- তর্ক বিজ্ঞানী মিল মতে, যদি কোনো ঘটনা শর্ন্তারবিহীন ও অপরিবর্তনীয়ভাবে পূর্ববর্তী কোনো ঘটনা বা ঘটনার সংমিশ্রনকে অনুসরণ করে,তাহলে পূর্ববর্তী ঘটনাকে কারণ বলা হয়।


(vii) সামান্যীকরণ বলতে কি বোঝো?

উত্তর:- সামান্যীকরণ বলতে বোঝায় , যে প্রক্রিয়ার সাহায্যে এক জাতীয় কয়েকটি বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে সমজাতীয় সকল বস্তু সম্বন্ধে একটি সার্বিক বচন প্রতিষ্ঠা করা হয় তাকেই সামান্যীকরণ বলে।


(viii) আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কি কি?

উত্তর:- আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি হল - পর্যবেক্ষণ ও পরীক্ষণ।


প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে?

উত্তর:- যে নীতি অনুসারে, প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে, তাকে প্রকৃতির একরূপতা নীতি বলে।


(ix) ভেনচিত্রে প্রকাশ কর - 'সাংবাদিকরা উপস্থিত'

উত্তর:- সাংবাদিকরা উপস্থিত এই বাক্যটি কি বচন হব?
I বচন হবে-
I = s ≠ 0

abta-test-paper-2023

(x) A বচনের সরল আবর্তনের একটি বাস্তব দৃষ্টান্ত দাও।

উত্তর:- A বচনের সরল আবর্তনের একটি বাস্তব দৃষ্টান্ত হল
অবর্তনীয়:- L.F "A" সকল জীব হয় প্রাণী।
আবর্তিত:- L.F "A" সকল প্রাণী হয় জীব।


(xi) পরিপূরক শ্রেনী বলতে কি বোঝায়?

উত্তর:- মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেনীকে পরিপূরক বলে।
যেমন- "মানুষ" -এই শ্রেণীর পরিপূরক শ্রেনী হল অ-মানুষ


(xii) গ্রাহক কি?

উত্তর:- গ্রাহক বলতে বোঝায়,যে প্রতীকচিহ্নের স্থানে আমরা যে-কোনো পদ বা বচন বসাতে পারি, তাকে গ্রাহক প্রতীক বলে।
যেমন- p হল একটি প্রতীকচিহ্ন। p এর পরিবর্তে আমরা "মানুষ" পদটি বসাতে পারি।


(xiii) কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কি?

উত্তর:- কারণ হল শর্তের সমষ্টি। শর্ত হল কারণের এমন এক অপরিহার্য অংশ, যা কার্য সৃষ্টির পক্ষে একান্ত প্রয়োজনীয়।


(xiv) কখন একটি দ্বি-প্রাকল্পিক বচন মিথ্যা হয়?

উত্তর:- দ্বি-প্রাকল্পিক বচনের একটি অঙ্গবাক্য সত্য এবং অপরটি মিথ্যা হলে দ্বি-প্রাকল্পিক বচন মিথ্যা হয়।


(xv) যদি p সত্য হয় q যদি মিথ্যা হয় তাহলে p⊃q এর সত্যমূল্য কি হবে?

উত্তর:- যদি p সত্য হয় q যদি মিথ্যা হয় তাহলে p⊃q এর সত্যমূল্য মিথ্যা হবে।


(xvi) 'আরোহ সংক্রান্ত লাফ' বলতে কি বোঝায়?

উত্তর:- আরোহ অনুমানে বিশেষ জ্ঞাত সত্য থেকে সামান্য সত্যে উপনীত হওয়াকে আরোহ অনুমান সংক্রান্ত লাফ বলে হয়।যদি তোমাদের এগুলো ভালো লাগে তাহলে কোমান্ড কর আর শেয়ার কর। তাহলে আমি আরও লিখব তোমাদের জন্য ।


ধন্যবাদ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url