সমবিবর্তন কাকে বলে ? উদাহরনসহ নিরপেক্ষ বচনগুলি সমবির্তন লেখো।
সমবিবর্তন কাকে বলে ? উদাহরনসহ নিরপেক্ষ বচনগুলি সমবির্তন লেখো। ২+৬=৮
উত্তর :-সমবিবর্তন :- সমবির্তন কার নিয়ম হল প্রথমে হেতুবাক্যটিকে বিবর্তিত করতে হবে , তারপর বিবর্তিত বচনকে আবার আবর্তিত করতে হয় ,তারপর আবর্তিত বচনটিকে আবার বিবর্তিত করলেই সমবিবর্তিত রূপটি পাওয়া যায়। অর্থাৎ বচন => বিবর্তিত => আবর্তিত => বিবর্তিত।
"A" বচনের সমবিবর্তন বচন কি ?
উত্তর :-"A" বচনের সমবিবর্তন বচন হলো "A" বচন। কারণ হলো --
L .F "A" :- সকল মানুষ হয় মরণশীল জীব। (বচন)
L .F "E" :- কোনো মানুষ নয় অ-মরণশীল জীব। (বিবর্তিত )
L .F "E" :- কোনো অ-মরণশীল জীব নয় মানুষ। (আবর্তিত )
ஃ L .F "A" :- সকল অ-মরণশীল জীব হয় অ-মানুষ। (বিবর্তিত / সমবিবর্তিত )
"E" বচনের সমবিবর্তন বচন কি ?
উত্তর :-"E" বচনের সমবিবর্তন বচন হলো "O " বচন। কারণ হলো --
L .F "E" :- কোনো শিক্ষক নন নিষ্ঠুর। (বচন)
L .F "A" :- সকল শিক্ষক হন অ-নিষ্ঠুর। (বিবর্তিত )
L .F "I" :- কোনো কোনো অ-নিষ্ঠুর হন শিক্ষক। (আবর্তিত )
ஃ L .F "O" :- কোনো কোনো অ-নিষ্ঠুর নন অ-শিক্ষক। (বিবর্তিত / সমবিবর্তিত )
"I" বচনের সমবিবর্তন বচন কি ?
উত্তর :-"I" বচনের সমবিবর্তন বচন হয় না কেননা --
L .F "I" :- কোনো কোনো গরু হয় সাদা। (বচন)
L .F "O" :- কোনো কোনো গরু হয় অ-সাদা। (বিবর্তিত )
যেহেতু "O" বচনের আবর্তন সম্ভব নয়, তাই সমবিবর্তন সম্ভব নয়।
"O" বচনের সমবিবর্তন বচন কি ?
উত্তর :-"O" বচনের সমবিবর্তন বচন হলো "O " বচন। কারণ হলো --
L .F "O" :- কোনো কোনো লেখক নন দার্শনিক। (বচন)
L .F "I " :- কোনো কোনো লেখক হয় অ-দার্শনিক। (বিবর্তিত )
L .F "I" :- কোনো কোনো অ-দার্শনিক হন লেখক। (আবর্তিত )
ஃ L .F "O" :- কোনো কোনো অ-দার্শনিক নন অ-লেখক। (বিবর্তিত / সমবিবর্তিত )
নীচের প্রশ্নের উত্তরের জন্য নীচের প্রশ্নের উপর ক্লিক করুন