Ads

English Grammar Rules

English Grammar Rules

English Grammar Rules





SV-BE NOUN
বাংলা SUBJECT VERB-BE NOUN
সে একজন ছাত্র।
He
is
a student.
ছেলেটি ডাক্তার হবে।
The boy
will be
a doctor.
গান্ধীজি একজন মহান নেতা ছিলেন।
Gandhiji
was
a great leader.

*** i) বাংলা বাক্যে অনেক ক্ষেত্রে 'হই','হও','হয়' উহ্য থাকে । কিন্তু ইংরেজিতে verb-be চাই । verb ছাড়া বাক্য হয় না ।


*** ii) বাংলায় একজন বা একটি এর উল্লেখ না থাকলেও noun টি common ও singular হলে একটি article - a,an,the দিতে হয় ।



SV-BE ADJ.
বাংলা SUBJECT VERB-BE ADJECTIVE
বিদ্যাসাগর দয়ালু ছিলেন।
Vidyasagar
was
kind.
তিনি অত্যন্ত সাহসী।
He
is
very brave.
মেয়েটি যথার্থ সুন্দরী।
The girl
is/looks
really beautiful.

*** Verb-be এর বদলে অনেক ক্ষেত্রে look,seem,appear ইত্যাদি ব্যবহার করা যায় । এদের link verb বলে ।



SV-BE ADV.
বাংলা SUBJECT VERB-BE ADVERB (PLACE)
সে এখানে / বাড়িতে আছে।
He
is
here/home.
বাবা দোতলায় আছে।
Father
is
upstairs.
তাহারা কলকাতায় আছেন।
They
were
in Kolkata.

THERE V-BE S
বাংলা THERE VERB-BE SUBJECT ADVERBIAL
বনে একটি সিংহ ছিল।
There
was
a lion
in the forest.
গ্রামে অনেক কৃষক আছে।
There
are
many farmers
in the village.
পাটনার কাছে একটি দুর্ঘনা হয়েছিল।
There
was
an accident
near Patna.

SV-HAVE N
বাংলা SUBJECT VERB-HAVE NOUN
তাহাদের অনেক সম্পত্তি ছিল।
They
had
a vast property.
আমাদের একটি নতুন টিভি আছে।
We
have
a new TV.
তোমাদের গ্রামে একটা বাড়ি ছিল।
You
had
a house in the village.

*** কর্তার পরে (র) থাকলে 'আছে' বা 'ছিল' এর ক্ষেত্রে verb-have হবে। যদি (র-না থাকলে) verb-be হবে ।


SV-INT
বাংলা SUBJECT VERB-(INT) EXTENSION
পাখিরা আকাশে ওড়ে।
Birds
fly
in the sky.
রবীন্দ্রনাথ ১৯৪১-এ মারা যান।
Rabindranath
died
in 1941.
নেতাজি দেশের জন্য যুদ্ধ করেছিলেন।
Netaji
fought
for the country.

SVO
বাংলা SUBJECT VERB-(TR) OBJECT
তিনি কফি পছন্দ করেন।
He
likes
coffee.
আমি তাহাকে চিনি।
I
know
him.
সে সুন্দরভাবে কজটি করেছিল।
He
did
the work nicely.

SVOO
বাংলা SUBJECT VERB OBJECT (IND) OBJECT (DIR)
বাবা আমাকে একটি ক্যামেরা দিয়েছেন।
Father
gave
me
a camera.
আমি তাহাকে একটি সহজ প্রশ্ন করিলাম।
I
asked
him
an easy question.
কাকা আমাকে একটি ভালো কলম কিনে দেবেন।
Uncle
will buy
me
a good pen.

SVO V-TO
বাংলা SUBJECT VERB OBJECT VERV-TO
শিক্ষক মহাশয় ছাত্রকে অঙ্কটি কষতে বললেন।
The teacher
told
the student
to do the sum.
ডাক্তার রুগীকে বিশ্রাম নিতে উপদেশ দিলেন।
The doctor
advised
the patient
to take rest.
শিক্ষক তাকে দেরি না করতে সতর্ক করলেন।
The teacher
warned
him
not to be late.

SV THAT-WH-CLAUSE
বাংলা SUBJECT VERB THAT-WH-(NOUN) CLAUSE
আমি জানি যে সে ভালো ছেলে।
I
know
that he is a good boy.
আমি জানতাম কখন তুমি আসবে।
I
knew
when you would come.
নেতাজি দেখিয়েছিলেন কীভাবে দেশকে ভালবাসতেন।
Netaji
showed
how he loved the country.

SVO ADJ-CL
বাংলা SUBJECT VERB OBJECT ADJECTIVE CLAUSE
আমি ছেলেটিকে জানি যে এটা করেছিল।
I
know
the boy
who did it.
যে মিথ্যা কথা বলে তাকে কেউ বিশ্বাস করে না।
Nobody
believes
him
who tells lies.
এই সেই কলমটি যেটি আমি এক সময় হারিয়েছিলাম।
This
is
the pen
that I once lost.

SV ADV-CLAUSE
বাংলা SUBJECT VERB ADVERBIAL CLAUSE
তুমি যেতে পার যেখানে তুমি চাও।
You
may go
where you want.
সে যায় যখন সে ইচ্ছা করে।
He
goes
when he likes.
দেশ সমৃদ্ধ হয় যদি লোক যথার্থ কাজ করে।
The country
prospers
if the people work properly.

English Grammar Rules

English Grammar Rules in Bengali

English Grammar Rules for class x

English Grammar Rules for class xii








Next Post Previous Post
No Comment
Add Comment
comment url