Ads

Categorical syllogism rules

Categorical syllogism rules

নিরপেক্ষ ন্যায়ের গঠন





Categorical syllogism short questions in Bengali

1) নিরপেক্ষ ন্যায়ের গঠন আলোচনা কর ।

উত্তর:- নিরপেক্ষ ন্যায়ের গঠন :-
নিরপেক্ষ ন্যায়ের কয়টি নিরপেক্ষ বচন থাকে ?
যে-কোনো নিরপেক্ষ ন্যায়ের গঠনে তিনটি বচনের ভুমিকা থাকে এবং তিনটি বচন থাকে। যে তিনটি নিরপেক্ষ বচন দ্বারা নিরপেক্ষ ন্যায় গঠিত হয় তার প্রথম দুটিকে বলা হয় যুক্তিবাক্য (Premises) এবং শেষেরটিকে বলা হয় সিদ্ধান্ত (conclusion) ।


সকল মানুষ হয় মরণশীল জীব। (প্রধান যুক্তিবাক্য বা সাধ্য বাক্য)

রাম হয় একজন মানুষ। (অপ্রধান যুক্তিবাক্য বা পক্ষ বাক্য)

... রাম হয় মরণশীল জীব। (সিদ্ধান্ত)


এই ন্যায় অনুমানটিতে 'সকল মানুষ হয় মরণশীল জীব' এবং 'রাম হয় একজন মানুষ' এই দুটি বচনকে হলা হয় যুক্তিবাক্য । আবার প্রথমটিকে বলা হয় প্রধান আশ্রয়বাক্যে বা সাধ্য বাক্য দ্বিতীয়টিকে বলা হয় অপ্রধান আশ্রয়বাক্য বা পক্ষ বাক্য। শেষেরটিকে বলা হয় সিদ্ধান্ত।



নিরপেক্ষ ন্যায়ের কয়টি নিরপেক্ষ পদ থাকে ?
প্রত্যেকটি নিরপেক্ষ ন্যায়ের গঠনে তিনটি পদ থাকে। এই তিনটি পদ হল
1. সাধ্যপদ
2. পক্ষপদ
3. হেতুপদ
প্রতিটি দুটি পদ দ্বারা গঠিত।
1. মরণশীল জীব (সাধ্য পদ / P)
2. রাম (পক্ষপদ / S)
3. মানুষ (হেতুপদ / M)

পক্ষপদ কী ?
যার সম্বন্ধে কিছু বলা হয় , তাকে পক্ষপদ বলে।
নিরপেক্ষ ন্যায়ের পক্ষপদ কোথায় কোথায় থাকে ?
এটি থাকে দুটি জায়গাতে থাকে, একটি হল অপ্রধান আশ্রয়বাক্যে এবং অপরটি হল সিদ্ধান্তে। 'রাম' হল পক্ষপদ।

সাধ্যপদ কী ?
উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয় , তাকে বলে সাধ্যপদ।
নিরপেক্ষ ন্যায়ের সাধ্যপদ কোথায় কোথায় থাকে ?
এটি থাকে দুটি জায়গাতে থাকে, একটি হল প্রধান আশ্রয়বাক্যে এবং অপরটি হল সিদ্ধান্তে। 'মরণশীল জীব' হল সাধ্যপদ।

হেতুপদ কী ?
যে পদের দ্বারা সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়,তাকে হেতুপদ বলে।
নিরপেক্ষ ন্যায়ের হেতুপদ কোথায় কোথায় থাকে ?
এটি থাকে দুটি জায়গাতে থাকে, একটি হল প্রধান আশ্রয়বাক্যে এবং অপরটি হল অপ্রধানবাক্যে। 'মানুষ' হল হেতুপদ।

প্রধান আশ্রয়বাক্যে সাধ্যপদকে P (Predicate Term)দ্বারা চিহ্নিত করা হয়।অপ্রধান আশ্রয়বাক্যে পক্ষপদকে S (Subject Term) দ্বারা চিহ্নিত করা হয়। প্রধান আশ্রয়বাক্যে ও অপ্রধান আশ্রয়বাক্যে হেতুপদকে M (Middle Term)দ্বারা চিহ্নিত করা হয়।

নিরপেক্ষ ন্যায়ের গঠনগত আকার

প্রধান আশ্রয়বাক্য - সাধ্যP + হেতুM বা হেতু M + সাধ্যP

অপ্রধান আশ্রয়বাক্য - পক্ষS + হেতুM বা হেতু M + পক্ষS

সিদ্ধান্ত - পক্ষS + সাধ্যP



Categorical syllogism short questions in Bengali

Categorical syllogism rules




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url