Ads

Cause short questions and answers

cause

Cause short questions and answers (কারণের ছোটো প্রশ্নের উত্তর)





Cause short questions in Bengali

1) কারণ কী ? (Cause)

উত্তর:- কার্যরূপ ঘটনাটি যার জন্য ঘটে , তাকেই বলে কারণ।

2) কার্য কী ? (Event)

উত্তর:- কারণ থেকে যে ঘটনাটি নিঃসৃত হয় , তাকেই বলে কার্য।

3) শর্তহীন ঘটনা কী? (Unconditional Event)

উত্তর:- যে ঘটনার কোনো পরিবর্তন দেখা যায় না , তাকেই বলা হয় শর্তহীন ঘটনা।

4) গুণগত লক্ষণ কী ? (Qualitative Marks)

উত্তর:- করনের গুন সম্পর্কিত লক্ষনকেই বলা হয় গুণগত লক্ষণ।

5) পরিমানগত লক্ষণ কী ? (Quantative Marks)

উত্তর:- কারণের পরিমান সম্পর্কিত লক্ষণ বা বৈশিষ্ট্যকেই বলা হয় , পরিমানগত লক্ষণ।

6) বিচ্ছিন্ন ঘটনা কী ? (Haphazard Events)

উত্তর:- ছাড়াছাড়িভাবে থাকা ঘটনাগুলিকেই বলা হয় , বিছিন্ন ঘটনা ।

7) সাপেক্ষ পদ কী ? (Conditional Term)

উত্তর:- যে পদ কোনো শর্তের ওপর নির্ভরশীল , তাকেই বলা হয় সাপেক্ষ পদ ।

8) শর্ত কী ? (Conditon)

উত্তর:- কারণের এক-একটি অংশেই বলা হয় শর্ত।

9) সদর্থক শর্ত ? (Positive Conditions)

উত্তর:- যে সমস্ত শর্ত উপস্থিত থেকে কারণ সৃষ্টি করে , সেগুলোকেই বলে সদর্থক শর্ত।

10) নঞর্থক শর্ত কী ? (Negative Conditions)

উত্তর:- যে সমস্ত শর্ত অনুপস্থিত থেকে কারণ সৃষ্টি করে , সেগুলোকেই বলে নঞর্থক শর্ত।

11) নঞর্থক শর্ত কী ? (Negative Conditions)

উত্তর:- যে সমস্ত শর্ত অনুপস্থিত থেকে কারণ সৃষ্টি করে , সেগুলোকেই বলে নঞর্থক শর্ত।

12) বহুকারণবাদ কী ? (Plurality of Causes)

উত্তর:- যে মতবাদ অনুসারে স্বীকার করা হয় যে , একই কার্যের বিভিন্ন কারণ আছে , সেই মতবাদকেই বলা হয় বহুকারণবাদ ।

13) পর্যাপ্ত শর্ত কী ? (Sufficient Conditions)

উত্তর:- যে শর্তের উপস্থিতিতে ঘটনাটি ঘটে, কিন্তু ঘটনাটি ঘটার পক্ষে সেটাই একমাত্র শর্ত নয়,তাকেই বলা হয় পর্যাপ্ত শর্ত ।

14) আবশ্যিক শর্ত কী ? (Necessary Conditions)

উত্তর:- যে শর্ত ছাড়া কোনো ঘটনাই ঘটতে পারে না , তাকেই বলা হয় আবশ্যিক শর্ত ।

15) পর্যাপ্ত-আবশ্যিক শর্ত কী ? (Necessary Sufficient Conditions)

উত্তর:- যে শর্ত একইসঙ্গে আবশ্যিক ও পর্যাপ্তরূপে গন্য , তাকেই বলা হয় পর্যাপ্ত-আবশ্যিক শর্ত।

16) এককারণবাদ কী ? (Single Causation)

উত্তর:- যে মতবাদ অনুসারে স্বীকার করা হয় যে, একটি কার্য শুধুমাত্র একটি কারণ থেকেই উদ্ভুত সেই মতবাদকেই বলা হয় এককারণবাদ।

17) ভবিষ্যদবাণী কী ?

উত্তর:- ভবিষ্যতের ক্ষেত্রে প্রযুক্ত হওয়ার আশাব্যঞ্জক ইঙ্গিতই হল ভবিষ্যদবাণী।

18) সতর্কবাণী কী ?

উত্তর:- সতর্ক করে দেওয়ার সংকেত বা বাক্যেই বলা হয় সতর্কবাণী।

19) জাগতিক ঘটনা কী ? (Natural Events)

উত্তর:- জগৎ প্রকৃতিতে ঘটে যাওয়া ঘটনাকেই বলা হয় জাগতিক ঘটনা।

20) শক্তির সংরক্ষণ নীতি কী ?

উত্তর:- এই জগতে শক্তির পরিমান সর্বদাই একই থাকে এবং এর কোনো পরিবর্তন ও বিনাশ নেই , তাকে বলে শক্তির সংরক্ষণ নীতি।





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url