Ads

categorical syllogism 2021

categorical syllogism

categorical syllogism ( নিরপেক্ষ ন্যায় )





Q 1: প্রমাণ করো , চতুর্থ সংস্থানে O বচন অপ্রধান আশ্রয়বাক্য হতে পারে না ।


উত্তর :-

প্রমাণ : ন্যায়ের গঠন অনুসারে চতুর্থ সংস্থানে হেতুপদটি প্রধান আশ্রয়বাক্যের বিধেয় এবং অপ্রধান আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে ।




categorical syllogism 2021





'O' বচন যদি অপ্রধান আশ্রয়বাক্যের থাকে তাহলে হেতুপদ (M) অব্যাপ্য এবং পক্ষ পদ (S) ব্যাপ্য হবে । আশ্রয়বাক্য বিশেষ নঞর্থক হওয়ার জন্য সিদ্ধান্ত অবশ্যই বিশেষ নঞর্থক অর্থাৎ O বচন হবে । সিদ্ধান্ত O বচন হলে সিদ্ধান্তে সাধ্যপদ (p) ব্যাপ্য হবে ।

কারণ O বচনের বিধেয় পদ ব্যাপ্য ।

অবৈধ সাধ্য দোষ এড়ানোর জন্য প্রধান আশ্রয়বাক্যকে অবশ্যই A অথবা E বচন করতে হবে ।

A বচন করলে হেতুপদ একবারও ব্যাপ্য না হওয়ার হেতুদোষ হবে ।
E বচন করা যাবে না । কারণ ন্যায়ের নিয়ম অনুসারে দুটো আশ্রয়বাক্য নঞর্থক হলে কোনো সিদ্ধান্ত আসা যায় না ।

সুতরাং চতুর্থ সংস্থানে অপ্রধান আশ্রয়বাক্য কখনোই O বচন হতে পারবে না --- প্রমানিত ।


চতুর্থ সংস্থানে O বচন অপ্রধান আশ্রয়বাক্য হতে পারে না কেন?











যদি তোমাদের এগুলো ভালো লাগে তাহলে কোমান্ড কর আর শেয়ার কর। তাহলে আমি আরও লিখব তোমাদের জন্য ।


ধন্যবাদ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url