Primary Tet Education 2021 Primary Tet Education 2021(deled) M.C.Q. Of 'primary tet' 1) রবীন্দ্রনাথ কোন খ্রিস্টাব্দে শান্তিনিকেতন 'ব্রহ্মাচর্যাশ্রম' প্রতিষ্ঠা করেছিলেন? a)1801 খ্রিস্টাব্দে b)1840 খ্রিস্টাব্দে c)1901 খ্রিস্টাব্দে d)194 খ্রিস্টাব্দে 2) 'শিক্ষা হেরফের' কার লেখ? a)রবীন্দ্রনাথ b)বিদ্যাসাগর c)বিবেকানন্দ d)রামমোহন 3) মাতৃভাষাকে মাতৃদুগ্ধের সঙ্গে কে তুলনা করেছিলেন? a)রবীন্দ্রনাথ b)বিদ্যাসাগর c)বিবেকানন্দ d)রামমোহন 4) শ্রীঅরবিন্দ বিশেষ গুরুত্ব দিয়েছিলেন- a)বিষয়ভিত্তিক শিক্ষার উপর b)শারীরিক শিক্ষার উপর c)নৈতিক শিক্ষার উপর d)বৃত্তি শিক্ষার উপর primary tet questions and answers (2021) 5) শ্রীঅরবিন্দের শিক্ষণ পদ্ধতির সঙ্গে অধিক সাদৃশ্য দেখা যায় a)রবীন্দ্রনাথের শিক্ষণ পদ্ধতির সঙ্গে b)বিবেকানন্দের শিক্ষণ পদ্ধতির সঙ্গে c)বিদ্যাসাগরের শিক্ষণ পদ্ধতির সঙ্গে d)গান্ধীজির শিক্ষণ পদ্ধতির সঙ্গে 6) শ্রীঅরবিন্দ তাঁর পুস্তক 'A System of National Education'-এ কটি মূল নীতির কথা উল্লেখ করেন? a)দুটি b)তিনটি c)চারটি d)উপরের কোনটিই নয় 7) শ্রীঅরবিন্দের শিক্ষা চিন্তার বাস্তব প্রয়োগের প্রধান কেন্দ্রটি অবস্থিত -- a)নতুন দিল্লিতে b)বরোদায় c)কেরালায় d)পন্ডিচেরী 8) আধুনিক শিক্ষার জনক কাকে বলা হয়? a)কমেনিয়াম b)ফ্রয়েবল c)পেস্তালৎসি d)রুশো 9) শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়? a) রুশো b)ফ্রয়েবল c)পেস্তালৎসি d)কমেনিয়াম 10) 'এমিল' কার মানসপুত্র? a)মন্তেসরির b)রুশো c)পেস্তালৎসি d)ফ্রয়েবলের 11) রুশো মানবজীবন বিকাশে কটি স্তবের কথা বলেছেন? a)তিনটি স্তরের b)চারটি স্তরের c)পাঁচটি স্তরের d)ছয়টি স্তরের 12) শিক্ষাবিদ ফ্রয়েবল হলেন a)প্রকৃতিবাদী দার্শনিক b)ভাববাদী দার্শনিক c)মানবতাবাদী দার্শনিক d)প্রয়োগবাদী দার্শনিক 13) 'Come let us live for children' উক্তিটি কার - a)রুশো b)ফ্রয়েবল c)পেস্তালৎসি d)কমেনিয়াম 14) কিন্ডারগার্টেন হল শিশু শিক্ষার - a)প্রতিষ্ঠান b)শিক্ষণ পদ্ধতি c)শিক্ষাপোকরণ d)মূল্যায়ন 15) ফ্রয়েবল শিশুর মানসিক বিকাশের জন্য কটি উপহার সুপারিশ করেছিলেন a)তিনটি b)চারটি c)পাঁচটি d)ছয়টি 16) শিক্ষার ক্ষেত্রে ফ্রয়েবলের শ্রেষ্ঠ অবদান হল- a)বিশ্ব ঐক্যের ধারণা b)খেলার মধ্য দিয়ে শিক্ষা c)উপহার এবং হাতের কাজের ধারণা d)কিন্ডারগার্টেন পদ্ধতি 17) 'শিক্ষাই জীবন,জীবনই শিক্ষা' -কে বলেছেন? a)রুশো b)জন ডিউই c)ফ্রয়েবল d)পেস্তালৎসি 18) ডিউইর মতে শিক্ষার লক্ষ্য হল - a)আত্মোপলব্ধি b)প্রয়োজনভিত্তিক c)শাশ্বত মূল্যবোধ বিকাশ d)উপরের সবগুলি 19) পিয়াঁজে গবেষনার প্রধান বিষয়গুলি হল- a)প্রজ্ঞার বিকাশ b)নৈতিক বিকাশ c)নির্মানবাদ d)উপরের সবগুলি 20) শিশুশিক্ষার ক্ষেত্রে মন্তেসরী গুরুত্ব দিয়েছেন a)শিশুমনস্তত্বের উপর b)স্বয়ং শিখন c)ব্যক্তিস্বাতন্ত্র্য d)উপরের সবগুলি Submit First Page primary-education-in-india-primary multiple-choice-questions for deled 👉Discoveries on Science × Cancel Read more
No comments:
Post a Comment