Primary Tet Education | deled
Primary Tet Education (deled)
M.C.Q. Of 'primary tet'
1) নর্মাল স্কুল প্রতিষ্ঠিত হয়
2) "কথামালা" রচয়িতা হলেন
3) গণশিক্ষা প্রসারের জন্য বিদ্যাসাগরের সুপারিশ ছিল
4) 'বর্ণমালা'র দ্বিতীয় ভাগ প্রকাশিত হয়
5) স্বামী বিবেকানন্দ ছিলেন
6) "শিক্ষাকে যেতে হবে চাষীর লাঙলের কাছে, মজুরের কারখানায় এবং অন্য কোনো কর্মসংস্থানে" -- এই উক্তিটি কার
7) "শিক্ষা হল সম্পূর্ণতার বিকাশ যা মানুষের মধ্যে বর্তমান" ---এই উক্তিটি কার
8) "জ্ঞান হল অন্তরের জিনিস" ---এই কথাটি কে বলেছেন?
9) বিবেকানন্দের মতে, দেশের দুঃখ ও দুর্দশা দূর করতে হলে প্রয়োজন --
10) "আমি একজন ভারতীয়, প্রতিটি ভারতীয় আমার ভাই" ---এই উক্তিটি কার
11) "মানুষ তৈরী করার শিক্ষার (Man Making Education)" --এই উক্তিটি কার
12) "নঈ তালিম" শিক্ষার প্রবর্তক হলেন
13) বুনিয়াদি শিক্ষার মূল ভিত্তি হল
14) সর্বোদয় সমাজদর্শনে বিশ্বাসী ছিলেন
15) সবরমতী একটি আশ্রম প্রতিষ্ঠা করেন
16) গান্ধীজির মতে কায়িক পরিশ্রমের প্রতি মর্যাদাবোধ জাগ্রত হলে ব্যক্তির মধ্যে দেখা দেবে --
17) অস্পৃশ্যতার বিরুদ্ধে আজীবন লড়াই করেছিলেন
18) শ্রীনিকেতন যার বাস্তব শিক্ষা চিন্তার মূর্ত প্রতীক, তিনি হলেন--
19) রবীন্দ্রনাথ "ধর্ম শিক্ষা" গ্রন্থ লেখেন
20) বিশ্বভারতী কোন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
যদি তোমাদের এগুলো ভালো লাগে তাহলে কোমান্ড কর আর শেয়ার কর। তাহলে আমি আরও লিখব তোমাদের জন্য ।