আবর্তন ও বিবর্তন করার নিয়ম
আবর্তন ও বিবর্তন করার নিয়ম
আবর্তন ও বিবর্তন করার নিয়ম
উত্তর:- আবর্তনের নিয়ম (Rules of Conversion):
 1. আশ্রয়বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে এবং আশ্রয়বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। 
 2. আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুন অভিন্ন হবে। 
অর্থাৎ, আশ্রয়বাক্য যদি সদর্থক হয়, তাহলে সিদ্ধন্তও সদর্থক হবে এবং আশ্রয়বাক্য যদি নঞর্থক হয়, তাহলে সিদ্ধন্তও নঞর্থক হবে। 
 3. যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয়, সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য  হতে পারবে না। 
আবর্তনের নিয়মের উদাহরণ
উত্তর:-
| বচন | পরিমান | উদ্দেশ্য পদ | সংযোজক / গুন | বিধেয় পদ | 
|---|---|---|---|---|
| A | সকল | মানুষ | হয় | সৎ ব্যক্তি | 
| I | কোনো কোনো | সৎ ব্যক্তি | হয় | মানুষ | 
আবর্তনের নিয়মের টেবল
উত্তর:-
| অবর্তনীয় | আবর্তিত | 
|---|---|
| A | I | 
| E | E | 
| I | I | 
| O | X  (হয় না)  | 
আবর্তন ও বিবর্তন করার নিয়ম কি?
উত্তর:- বিবর্তনের নিয়ম (Rules of Obversion):
 1. আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য এক হবে। 
2. আশ্রয়বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে। 
3. আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুন ভিন্ন হবে। 
অর্থাৎ, আশ্রয়বাক্য যদি সদর্থক হয়, তাহলে সিদ্ধন্ত নঞর্থক হবে এবং আশ্রয়বাক্য যদি নঞর্থক হয়, তাহলে সিদ্ধন্ত সদর্থক হবে। 
4. আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমান এক হবে। 
অর্থাৎ, আশ্রয়বাক্য যদি সামান্য হয়, তাহলে সিদ্ধান্তও সামান্য হবে এবং আশ্রয়বাক্য যদি বিশেষ হয়, তাহলে সিদ্ধান্তও বিশেষ হবে।
বিবর্তনের নিয়মের উদাহরণ
উত্তর:-
| বচন | পরিমান | উদ্দেশ্য পদ | সংযোজক / গুন | বিধেয় পদ | 
|---|---|---|---|---|
| A | সকল | মানুষ | হয় | সৎ ব্যক্তি | 
| E | কোনো | মানুষ | নয় | অ-সৎ ব্যক্তি | 
বিবর্তনের নিয়মের টেবল
উত্তর:-
| বিবর্তনীয় | বিবর্তিত | 
|---|---|
| A | E | 
| E | A | 
| I | O | 
| O | I | 
বিবর্তনের আবর্তন করো উদাহরণ
উত্তর:-
| বাক্য | তর্কবিজ্ঞানসম্মত আকার (L.F)  | বিবর্তিত | বিবর্তিতের আবর্তন | 
|---|---|---|---|
| কেবলমাত্র সাধুরা সুখী। | L.F. "A" :- সকল সুখী ব্যক্তি হয় সাধু। | ... L.F. "E" :- কোনো সুখী ব্যক্তি নয় অ-সাধু। | ... L.F. "E" :- কোনো অ-সাধু নয় সুখী ব্যক্তি। | 
| অনেক বচনই নিরপেক্ষ নয়। | L.F. "O" :- কোনো কোনো বচন নয় নিরপেক্ষ। | ... L.F. "I" :- কোনো কোনো বচন হয় অ-নিরপেক্ষ। | ... L.F. "I" :- কোনো কোনো অ-নিরপেক্ষ বচন হয় বচন। | 
| সব বচনই সাপেক্ষ বচন। | L.F. "A" :- সকল বচন হয় সাপেক্ষ বচন। | ... L.F. "E" :- কোনো বচন নয় অ-সাপেক্ষ বচন। | ... L.F. "E" :- কোনো অ-সাপেক্ষ বচন নয় বচন। | 
আবর্তনের বিবর্তন করো উদাহরণ
উত্তর:-
| বাক্য | তর্কবিজ্ঞানসম্মত আকার (L.F)  | আবর্তিত | আবর্তিতের বিবর্তিত | 
|---|---|---|---|
| দেবতারা দানব নয়। | L.F. "E" :- কোন দেবতা নয় দানব। | ... L.F. "E" :- কোনো দানব নয় দেবতা। | ... L.F. "A" :- সকল দানব হয় অ-দেবতা। | 
| অশূন্য শ্রেনি বলে কিছু নেই। | L.F. "E" :- কোনো শ্রেনি নয় অশূন্য বিষয়। | ... L.F. "E" :- কোনো অশূন্য বিষয় নয় শ্রেনি। | ... L.F. "A" :- সকল অশূন্য বিষয় হয় অ-শ্রেনি। | 
| সব বচনই সামান্য নয়। | L.F. "O" :- কোনো কোনো বচন নয় সামান্য বচন। | ... আবর্তন সম্ভব নয়। | ... X | 
অমাধ্যম অনুমান কাকে বলে?
আবর্তনের উদাহরণ
অমাধ্যম অনুমানের ছোটো প্রশ্ন
তর্কবিদ্যার সংজ্ঞা কি?
প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়ের নিয়ম (CLASS XII)
👉নিরপেক্ষ ন্যায়ের গঠন আলোচনা কর।
Thank u ❤️