Ads

বচন,গুন এবং পরিমান

বচন,গুন এবং পরিমান|Proposition | logic | Philosophy

বচন,গুন এবং পরিমান





নীচের বাক্যগুলিকে তর্কবিজ্ঞানসম্মত বচনের রুপান্তরিত করো


1. রাজনীতিকরা কদাচিৎ সৎ ।

উত্তর:- L.F. "O" - কোনো কোনো রাজনীতিবিদ নয় সৎ ।
গুন :- নঞর্থক।
পরিমান :- বিশেষ।



2. যেকোনো দান গ্রহনযোগ্য নয় ।

উত্তর:- L.F. "O" - কোনো কোনো দান নয় গ্রহনযোগ্য ।
গুন :- নঞর্থক।
পরিমান :- বিশেষ।



3. এই প্রশ্নটি কঠিন নয় ।

উত্তর:- L.F. "E" - এই প্রশ্নটি নয় কঠিন ।
গুন :- নঞর্থক।
পরিমান :- সামান্য।



4. অধিকাংশ ছাত্র বিনয়ী ।

উত্তর:- L.F. "I" - কোনো কোনো ছাত্র হয় বিনয়ী ।
গুন :- সদর্থক।
পরিমান :- বিশেষ।



5. সাদা হাতি আছে ।

উত্তর:- L.F. "I" - কোনো কোনো হাতি হয় সাদা ।
গুন :- সদর্থক।
পরিমান :- বিশেষ।



6. প্রত্যেকটি রত্ন মূল্যবান ।

উত্তর:- L.F. "A" - সকল রত্ন হয় মূল্যবান ।
গুন :- সদর্থক।
পরিমান :- সামান্য।



7. ধাতু প্রয়োজনীয় দ্রব্য ।

উত্তর:- L.F. "A" - সকল ধাতু হয় প্রয়োজনীয় দ্রব্য ।
গুন :- সদর্থক।
পরিমান :- সামান্য।



8. অধিকাংশ ছাত্র অঙ্কে কাঁচা ।

উত্তর:- L.F. "I" - কোনো কোনো ছাত্র হয় অঙ্কে কাঁচা ।
গুন :- সদর্থক।
পরিমান :- বিশেষ।



9. একটি ছাড়া সব ছাত্রই উপস্থিত আছে ।

উত্তর:- L.F. "I" - কোনো কোনো ছাত্র হয় এমন যারা উপস্থিত।
গুন :- সদর্থক।
পরিমান :- বিশেষ।



10. খুব কম সংখ্যক লোকই প্রলোভনের উর্ধ্বে উঠতে পারে ।

উত্তর:- L.F. "O" - কোনো কোনো লোক নয় এমন যারা প্রলোবনের উর্ধ্বে উঠতে পারে ।
গুন :- নঞর্থক।
পরিমান :- বিশেষ।



11. সাধুব্যক্তিরাই সর্বদা সম্মানিত হন ।

উত্তর:- L.F. "A" - সকল সাধু ব্যক্তি হয় সম্মানিত ।
গুন :- সদর্থক।
পরিমান :- সামান্য।



12. সোনা একটি মূল্যবান বস্তু ।

উত্তর:- L.F. "A" - সকল সোনা হয় মূল্যবান বস্তু ।
গুন :- সদর্থক।
পরিমান :- সামান্য।



13. কিছু গল্প চমকপ্রদ নয় ।

উত্তর:- L.F. "O" - কোনো কোনো গল্প নয় চমকপ্রদ ।
গুন :- নঞর্থক।
পরিমান :- বিশেষ।



14. প্রত্যেক লোকেরই ভুল হতে পারে ।

উত্তর:- L.F. "A" - সকল লোক হয় এমন যারা ভুল করে ।
গুন :- সদর্থক।
পরিমান :- সামান্য।



15. শিক্ষিত ব্যক্তি কদাচিৎ শিশুর মতো আচরণকরে ।

উত্তর:- L.F. "O" - কোনো কোনো শিক্ষিত ব্যক্তি নয় এমন যারা শিশুর মতো আচরণ করে ।
গুন :- নঞর্থক।
পরিমান :- বিশেষ।



16. অধিকাংশ ছাত্র ইংরেজিতে অকৃতকার্য হয় ।

উত্তর:- L.F. "I" - কোনো কোনো ছাত্র নয় এমন যারা ইংরেজিতে অকৃতকার্য ।
গুন :- সদর্থক।
পরিমান :- বিশেষ।



17. যা চকচক করে তা-ই সোনা নয় ।

উত্তর:- L.F. "O" - কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা ।
গুন :- নঞর্থক।
পরিমান :- বিশেষ।



18. মানুষ কখনোই সুখী নয় ।

উত্তর:- L.F. "E" - কোনো মানুষ নয় সুখী ।
গুন :- নঞর্থক।
পরিমান :- সামান্য।



19. প্রায় সব বিদ্বান লোক বিনয়ী হন ।

উত্তর:- L.F. "I" - কোনো কোনো বিদ্বান লোক হয় বিনয়ী ।
গুন :- সদর্থক।
পরিমান :- বিশেষ।



20. যেকোনো বাড়িতেই ঝড়ের সময় আশ্রয় নেওয়া যায়।

উত্তর:- L.F. "A" - সকল বাড়ি হয় এমন যেখানে ঝড়ের সময় আশ্রয় নেওয়া যায় ।
গুন :- সদর্থক।
পরিমান :- সামান্য।















Proposition | logic | Philosophy

যদি তোমাদের এগুলো ভালো লাগে তাহলে কোমান্ড কর আর শেয়ার কর। তাহলে আমি আরও লিখব তোমাদের জন্য ।


ধন্যবাদ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url